Jojobet kayseri hurdacılar medyum student porno blonde porno creampie porno sister porno massage porno sleeping porno

লিঙ্গভেদ:

ব্যক্তিত্ব জানার জন্য প্রশ্ন:

ব্যক্তিত্ব বিষয়টা খুব ঝামেলার। ব্যক্তিত্বের সর্বজনগ্রাহ্য কোন সঙা নেই। “ব্যক্তিত্ব বলতে আপনি কি বোঝেন” এই প্রশ্ন করা হলে আপনি কিছুটা হলেও বিভ্রান্ত হবেন, কারণ আপনি স্পষ্ট কোন ধারণা দিতে পারবেন না।

ব্যক্তিত্ব কি?

যদিও ব্যক্তিত্ব বিষয়টি সঙায়ন প্রায় অসম্ভব তবুও সহজ সরল ভাষায় বলা যায় “যে এক বা একাধিক গুন আপনাকে একজন ব্যক্তি হিসেবে অন্য একজন ব্যক্তি থেকে আলাদা করে সেটাই আপনার ব্যক্তিত্ব!”

তবুও একজন মানুষের ব্যক্তিত্ব সম্পকে জানতে পারবেন প্রশ্ন করে নয় বরং প্রশ্নের উত্তর শুনে।

একজন ব্যক্তিত্ববান মানুষের সকল প্রশ্নের উত্তরই হবে মার্জিত। তাঁর পক্ষে অথবা বিপক্ষে কোন উত্তরই অসৌজন্যমূলক হবে না। যে প্রশ্নের উত্তর তিনি জানেন না সেক্ষেত্রেও আপনি তার কাছ থেকে উস্কানীমূলক আচরণ পাবেন না।

ব্যক্তিত্বের মূল উৎস হচ্ছে মানসিকতা। মনোবিজ্ঞানে যে উপাদন দিয়ে ব্যক্তিকে বোঝানো হয়েছে  তার পিছনে সংশ্লিষ্টতা রয়েছে বুদ্ধি এবং আবেগের যার মাধ্যমে গড়ে ওঠে মানসিকতা। মানসিকতা আবার নিয়ন্ত্রিত হয় মন দ্বারা, যেখানে জ্ঞানের ভূমিকা আছে।

জ্ঞান যেমন মনের প্রধান উপাদান, জ্ঞান এখানেও তেমনি ব্যক্তিত্বের মূল উপাদান হিসেবে ভূমিকা পালন করে। ব্যক্তিত্বের  দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে অনুভূতি। যাদের অনুভূতি কম তারাই সাধারণতঃ ব্যক্তিত্বহীন হতে পারে।

জ্ঞানীরা অনুভূতিসম্পন্ন বলেই তাদের মান সম্মানবোধ থাকে প্রখর। এবং মান সম্মান সম্পর্কে সচেতন বলেই ব্যক্তিত্বকে ছোট করতে পারে এমন কাজ থেকে তারা বিরত থাকেন।  জ্ঞানী লোক ব্যক্তিত্বহীন হতে পারে না কিন্তু ব্যক্তিহীন  লোক পশু হতে পারে।

আসলে, ব্যক্তিত্ব কোন ব্যক্তির সংস্কৃতি। এটার মাধ্যমে তাঁর জীবনের সকল কিছুই প্রকাশ পায়। তার পোষাক থেকে রুচি পর্যন্ত সবকিছু। ওজন থেকে জ্ঞানের বহর।

আরও পড়ুনঃ

 

সুতরাং আপনি ব্যক্তিত্ব জানার জন্য যে প্রশ্নই করুননা কেন তাঁর উত্তরই বলে দিবে তিনি কতটুকু ব্যক্তিত্বের অধীকারী।

যাহোক, এবার আসা যাক আপনার ব্যক্তিত্ব পরিমাপের বিষয়ে। নিচে একটি ওয়েব লিংক দিচ্ছি, এখানে আপনি মোট ৪৫ টি প্রশ্ন পাবেন। প্রশ্ন গুলো “আপনি আপনার সম্পর্কে কি ভাবেন” তা নিয়ে।

আপনি যদি মনে করেন বিষয়টি আপনার সাথে শতভাগ মানানসই তবে 5 রেটিং করবেন। যত কমবে তত রেটিং কমাতে থাকবেন। একদমই যদি আপনার চরিত্র বা ভাবনার সাথে না যায় তবে 1 রেটিং করুন।

লিংকঃ http://www.outofservice.com/bigfive/

ধন্যবাদ।