টেলিপ্যাথি কী? টেলিপ্যাথি’র মাধ্যমে কীভাবে যোগাযোগ হয়ে থাকে?
>>> মনে মনে বিশেষ মানুষটির কথা ভাবছিলেন। হঠাৎ বেজে উঠল ফোন। স্ক্রিনে কলারের নাম ভেসে উঠতে দেখেই নিশ্চয় হাঁ হয়ে গেলেন? কী করে সম্ভব? ফোন করেছে সেই বিশেষ পুরুষ বা নারীটি! অথচ তার ফোন করার কোনও সম্ভবনাই ছিল না! কীভাবে ঘটল এমন? তবে শুধু বিশেষ মানুষটি নয়, এমনকী প্রিয় বন্ধু, আত্মীয়ের মধ্যেও এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এছাড়া খুব নিকট আত্মীয়ের বিপদে পড়ার মতো খারাপ স্বপ্ন দেখা ঘুম ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটে!কেন এমন হয়?
কিছু কিছু মনোবিজ্ঞানী বলেন, এমন হয় মেন্টাল টেলিপ্যাথির কারণে। কেউ খুব নিবিড়ভাবে অপর ব্যক্তি সম্পর্কে ভাবলে, সেই চিন্তা স্পর্শ করে ওই ব্যক্তিকে। এভাবেই অদ্ভুত যোগাযোগ হয়ে যায় মাঝে মধ্যে।
মেন্টাল টেলিপ্যাথি: এই প্রক্রিয়ায় কোনও এক ব্যক্তি তার মানসিক অনুভূতি, ভাবনা, ছবি, কথা ইত্যাদি অপর এক ব্যক্তির চেতনায় প্রেরণ করে। অন্যপ্রান্তে থাকা অপর ব্যক্তি ওই চিন্তা, কথা, ভাবনা ও ছবি গ্রহণ করতে পারলে বা বুঝতে পারলে হয় টেলিপ্যাথিক যোগাযোগ। এই প্রক্রিয়ায় ফোন, ইমেল, বা অন্য কোনও মাধ্যমের সাহায্য নেওয়া হয় না। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে মানসিক যোগাযোগ। এই ধরনের মানসিক যোগাযোগ হতে পারে পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটি মানুষের সঙ্গে। আবার পাশাপাশি দুটি ঘরে থাকা ব্যক্তির মধ্যেও এমন সম্পর্ক স্থাপন সম্ভব। মজার ব্যাপার হল, কিছু কিছু গবেষক বলছেন, মেন্টাল টেলিপ্যাথি হতে পারে দুজন পরিচিত লোকের মধ্যেই যেমন স্বামী-স্ত্রী, প্রেমিক প্রেমিকা, দুই বন্ধু, মা ও সন্তান। তবে সম্পূর্ণ অপরিচিত লোকের সঙ্গেও টেলিপ্যাথিক যোগাযোগ হওয়াও অসম্ভব নয়। অনেকেই মনে করেন যে, প্রত্যেক মানুষেরই টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতা রয়েছে। তবে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ স্থাপন করার জন্য দরকার তীব্র মনোসংযোগ।প্রশ্ন হল কী এই মেন্টাল টেলিপ্যাথি?
যোগাযোগ স্থাপনের পদ্ধতি—
আগেই বলা হয়েছে, টেলিপ্যাথিক যোগাযোগের জন্য দরকার নিবিড় মনোনিবেশের। তাই আগে মনকে একাগ্র করতে জানতে হবে। মন শান্ত করার জন্য আগে নিরিবিলি জায়গা বাছুন। চোখ বন্ধ করুন। চোখের সামনে একটি আলোক বিন্দুকে কল্পনা করুন। মিনিট কুড়ি এভাবে ধ্যান করুন ও ওই আলোকবিন্দু ছাড়া মন থেকে বাকি সব ধরনের চিন্তা দূরে সরান। শ্বাস নিন লম্বা ও ধীরে। ধ্যান করার সময় আঁটসাঁট জামাকাপড় পরবেন না। শরীরে কষ্ট হলে মনকে একাগ্র করা সম্ভব নয়। ধ্যান করার একটাই কারণ— চিন্তাকে একমুখী করা। বলা হয়, যাঁরা প্রতিদিন ধ্যান করেন, তাঁরা সহজেই টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অবশ্য আপনার আগে থেকেই মন শান্ত থাকলে ধ্যান করতে নাও হতে পারে।মনকে একাগ্র করুন
যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তাকে কল্পনা করুন। মনে করুন, সে ঠিক আপনার সামনে দাঁড়িয়ে বা বসে রয়েছে। মনের চোখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন তাঁর চোখের রং, দেহের আকার, উচ্চতা, চুলের রং। আপনার বার্তার গ্রাহক যদি খুব দূরে থাকে, সেক্ষেত্রে তার ছবি চোখের সামনে রেখেও বার্তা পাঠানোর চেষ্টা করতে পারেন। এবার কল্পনা করুন, আপনার বার্তা গ্রাহকের সঙ্গে যখন সামনা-সামনি কথা হয়, তখন মনের মধ্যে কেমন আবেগ কাজ করে। সেই অনভূতিগুলি ফের জাগিয়ে তুলুন। বিশ্বাস করতে শুরু করুন যে ওই ব্যক্তির সঙ্গে সত্যিই আপনি যোগাযোগ স্থাপন হয়েছে। সে আপনার যোগাযোগ করার চেষ্টায় সাড়া দিচ্ছে।যোগাযোগ স্থাপন
এবার কোনও কথা বা বস্তুর সম্পর্কে ভাবুন। ধরা যাক আপনি বার্তা গ্রাহককে আপেলের ছবি পাঠাতে চান। মনে মনে আপেলের ছবি তৈরি করুন। আপেলের রং, তার আকার সম্পর্কে ভাবুন। চাইলে আপেলে কামড় বসিয়ে তার স্বাদও টের পেতে পারেন। এবার কল্পনা করুন আপেলটি সত্যি সত্যিই, আপনার মন থেকে তার মনে ভেসে যাচ্ছে। এই সময় মুখে ‘আপেল’ শব্দটিও বলতে পারেন। মনের চোখে দেখুন, ওই ব্যক্তি সত্যিসত্যিই আপনার পাঠানো ‘আপেলটি’ দেখতে পাচ্ছে। তার মুখের ভঙ্গিমায় সেকথা বোঝা যাচ্ছে। এই ভাবে নিজের মনের কথাও বার্তা গ্রাহককে পাঠাতে পারেন। এইভাবে নিজের বার্তা পাঠানো হয়ে গেলে শান্তভাবে শ্বাস নিন ও ছাড়ুন। শরীর আলগা করে দিন। যেন বার্তাটি আপানার মন ও শরীর থেকে ভেসে তার কাছে পৌঁছে গিয়েছে। আর আপনার কোনও দায় নেই।বার্তা প্রেরণ
বার্তা আদৌ পৌঁছেছে কি না তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত বার্তা গ্রাহক কোন অবস্থায় রয়েছেন। তার মানসিক অবস্থা কেমন। গত কয়েকদিনের মধ্যে আপনার সঙ্গে তার মনোমালিন্যের ঘটনা ঘটেছে কি না ইত্যাদি। তাছাড়া, আদৌ টেলিপ্যাথিক যোগাযোগে আপনি সফল হচ্ছেন কি না তাও জানা দরকার। তাই দূরে থাকা কোনও আত্মীয় বা বন্ধুর সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করার আগে, কাছাকাছি থাকা কোনও এক আত্মীয়ের সঙ্গে বিষয়টি প্র্যাকটিস করুন। দু’জনে একই সময়ে, পাশাপাশি দুটি ঘরে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে বসুন। আত্মীয়কে বার্তা প্রেরণ করুন। সে কোনও বার্তা বুঝতে পারলে খাতায় লিখে রাখতে বলুন। প্রথম দিকে হতাশ হতে পারেন। তবে খাতায় সে কী লিখেছে সেটিও দেখুন। যেমন আপনি লাল রঙের আপেলের কথা ভেবেছেন ও তাকে বার্তা পাঠিয়েছেন। আর সে খাতায় লিখেছে ‘লাল’। এমন হলে বুঝতে হবে, ফলাফল খারাপ নয় মোটেই। এইভাবে যোগাযোগ পোক্ত হতে শুরু করলে টেলিপ্যাথির মাধ্যমে দু’জন আলাদা জায়গায় বসে কাটাকুটি খেলতে পারেন। সলভ করতে পারেন একই পাজল! এই ভাবে যোগাযোগ স্থাপন সম্ভব বুঝলে দূরে থাকা ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করা সম্ভব।অনুশীলন করুন
মেন্টাল টেলিপ্যাথি তে, দুটি মানুষের মধ্যে মানসিক নৈকট্য থাকাটা খুব জরুরি। কারণ, নৈকট্য না থাকলে ফলাফল সম্পর্কে আপনি জানতেই পারবেন না। বলা হয়, টেলিপ্যাথির মাধ্যমে কানে শুনতে পান না বা চোখে দেখতে পান না এমন মানুষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব। এমনকী মনুষ্যেতর প্রাণীর সঙ্গেও টেলিপ্যাথিক যোগাযোগ করা যায়। পোষা কুকুরের সঙ্গে এক পরীক্ষায় দেখা গিয়েছে, মালিক যেই মাত্র অফিস থেকে ঘরে ফেরার কথা ভাবছেন তখনই ঘরে বন্দী কুকুরটি উঠে দাঁড়াচ্ছে! সূত্রঃ ইন্টারনেট আরও পড়ুন Like our Facebook page & see our videos on YouTubeমনে রাখবেন;
২ ডলারের ফেসবুক অ্যাড, ফেসবুকের সাথে বাটপারি এবং এর পরিণাম
ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে এখন প্রায়ই শোনা যায়, যে আমি বুস্ট করছি কিন্তু রেজাল্ট পাচ্ছিনা । আজকের আলাপ আলোচনা তাই ফেসবুক অ্যাড নিয়ে কোন জায়গাটায় না দুই নাম্বারি হচ্ছে? বিকাশের প্রতারকচক্র আছে, কিছুদিন আগে শুনলাম যে করোনার টিকা এখানেও নাকি ফোন করে প্রতারণা করা হচ্ছে, অনেক ফ্রীলান্সিং মারকেটপ্লেস নষ্ট হয়ে গেছে বিভিন্ন রকম প্রতারণার দায়ে,এখন শুরু হয়েছে ফেসবুকে।
কথা হচ্ছে যে নিজের দেশে আপনি হয়তো বা বাটপারি করে, প্রতারণা করে অনেক কিছু হয়তো হাতিয়ে নেয়ার কথা চিন্তা করতে পারবেন, কিন্তু আন্তর্জাতিকভাবে আপনি যদি এটা করতে চান তাহলে আমার মনে হয় না এটা সম্ভব। আর সেটা যদি হয় ফেসবুকের মত বিরাট প্লাটফর্ম তাহলে তো অবশ্যই না।দুই ডলারের ফেসবুক অ্যাড, ফেসবুক এর সাথে বাটপারি, এবং এর পরিণাম
একটু বিস্তারিতভাবে বলি, একটা সময় ফেসবুক থেকে কুপন দেয়া হতো সেখানে একটা কোড থাকত এবং আপনি সেই কোডটি নিজে ব্যবহার না করে অন্য কারো কাছে বিক্রি করতে পারতেন, কেউ আপনাকে টাকা দিত আপনি কোডটা দিয়ে দিতেন, সেই কোডটা ব্যবহার করে তারা অ্যাড দিতে পারতো যদিও সেটা ফেসবুক পলিসির বাইরে ছিল। ফেসবুকে আর একটা ব্যাপার আছে যে ব্যাপারটার সুযোগ নিয়ে ফেসবুকের সাথে প্রতারণা করা হচ্ছে, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট এ থেরাসহোল্ড আছে সেটা কিরকম? সেটা হচ্ছে আপনি আপনার কার্ডে ফেসবুকে অ্যাড করবেন এরপর ফেসবুক আপনাকে দুই ডলারের একটি থেরাসহোল্ড দিবে, থেরাসহোল্ড এর পরিমাণ আগে আরো বেশি ছিল কিন্তু ফেসবুকই আমাদের এই কাহিনী দেখে এটার পরিমাণ কমিয়ে দিয়েছে, তারপরও এই দুই নাম্বারি গুলা বন্ধ হয়নি। দুই নাম্বারি কি রকম? আপনার কার্ডে টাকা নেই আপনি সেই কার্ড ফেসবুকে এড করেছেন, ফেসবুকে অ্যাড দিয়েছেন সেই অ্যাড ২ ডলার পর্যন্ত চলেছে,এরপর ফেসবুক যখন নিয়ম অনুযায়ি ২ ডলার পর টাকা কাটতে গেছে, তখন তারা আপনার কার্ডে কোন টাকা পায়নি এবং না পেয়ে তারা আপনার অ্যাড একাউন্ট বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনার ২ ডলার অ্যাড হয়ে গেল ২ ডলারে আপনি কিছু সেল পেলেন , লাইক পেলেন আরো অনেক কিছু পেলে্ এখন চিন্তা করেন এরা কি করছে তারা ফেক অ্যাকাউন্ট তৈরি করছে, একশটা অ্যাকাউন্ট যদি তৈরি করতে পারে তাহলে ১০০ থেকে ২০০ ডলারের অ্যাড দিতে পারছে। এই ফেক অ্যাকাউন্ট খোলে তারা সাধারণ মানুষজনের কাছে, যারা অনলাইনে বিজনেস করে তাদের কাছে “কুপন” বলে বিক্রি করছেন ৩০ টাকা ৪০ টাকা ৫০ টাকা এরকম করে, এবং যারা কিনছেন তারা মনে করছে যে ১০০ টাকা বা ১১০ টাকা বা ১১৫ টাকা এরকম দিয়ে অ্যাড করলে অনেক সময় দেখা যায় যে আমার প্রোডাক্ট সেল হয় না আমার অ্যাডর টাকাই উঠেনা তো সেই জায়গায় আমি ৩০ টাকা ৪০ টাকা দিয়ে আমি যদি অ্যাড দিতে পারি তাহলে অন্ততপক্ষে আমার অ্যাডর টাকা উঠে আসবে। চিন্তা না করেই, জেনেশুনে আগুনে পা দেওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এখন ফেসবুক কোন কুপন দিচ্ছে না যেটা দিচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট যেখানে কোনো কোড নেই নেই, এই কুপনগুলা গুলা বিক্রি করার কোনো সুযোগ নেই, যেসব অ্যাকাউন্ট কুপন পাচ্ছে সেসব অ্যাকাউন্টটি সেটি ব্যবহার করতে পারবেন তবে কুপন/ক্রেডিট পাওয়া এতো সহজ নয়। আমি প্রায় দেড় হাজার ডলার খরচ করার পর আমাকে দেড় ডলারের মত ক্রেডিট দেয়া হয়েছিল।প্রাথমিক একটা পেনাল্টি ফেসবুকে দিয়েছে ১৫ ডলার থেকে নিয়ে ২ ডলারে নিয়ে এসেছে, এরকম যদি হতেই থাকে এবং পেনাল্টি শুধু এতোটুকু ই না পেনাল্টি হচ্ছে অনেক, যেহেতু বিভিন্ন রকম করে ফেক একাউন্ট করে এই কাজগুলো করা হচ্ছে তাই অনেক অরজিনাল একাউন্টও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাড থেকে, তাহলে যারা অরিজিনাল ভাবে কাজ করছে তারাও কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। অনেক পার্সোনাল একাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে, কেন? ফেসবুক দেখছে যে অনেক পার্সোনাল একাউন্ট থেকে এই কাজগুলা হচ্ছে। যে পার্সোনাল অ্যাকাউন্টে একটু সন্দেহ করছে ফেসবুক ডিজেবল করে দিচ্ছে এবং এর ধারাবাহিকতায় অনেক অ্যাড একাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে পার্মানেন্ট ভাবে, এবং আরো খারাপ খবর হচ্ছে অনেকে এখন অ্যাড একাউন্ট করতে পারছে না, একাউন্ট করার সাথে সাথে ডিজেবল হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? বিকাশে প্রতারণা হচ্ছে এবং তারা বিভিন্ন রকম ভাবে সে প্রতারণায় কেউ যেন না পড়ে সেজন্য সাবধান করে দিচ্ছে এটাই স্বাভাবিক। তাহলে যখন এরকম হবে ফেসবুক তো চুপচাপ বসে থাকবে না এবং ফেসবুক চুপচাপ বসে থাকেও নি। এরকম হতে থাকলে আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ একাউন্ট ডিজেবল হয়ে যাবে পার্মানেন্টলি এবং নতুন করে কোনো অ্যাকাউন্টও করাও যাবেনা অথবা ফেসবুক এরকম নিয়ম করে দিবে যার পেজ তার নিজস্ব অ্যাড একাউন্ট থাকতে হবে ।তাহলে অ্যাড দিতে পারবে। আর এটা যদি হয় তাহলে ৭০-৮০ শতাংশ ফেসবুক পেজ বন্ধ হয়ে যাবে কারন সবার পক্ষে ফেসবুকে নিজে নিজে অ্যাড দেওয়া সম্ভব না কারন এখানে কার্ডের ব্যাপার থাকে, স্কিল এর ব্যাপার থাকে, এখানে আরো অনেক ব্যাপার থাকে তাই আমার মনে হয় এখনো সুযোগ আছে এই জায়গা থেকে সরে আসার, আপনারা যারা মনে করছেন যে ১০০ টাকা, ১১০ টাকা এরকম দিয়ে বুস্ট করলে খরচ ও উঠে না।এরকম মনে করে যারা বিজনেস করছেন আমি বলব যে এরকম মনে করে বিজনেস ফিল্ডে আপনাদের নামা উচিত না। আপনি যখন একটা বিজনেস করতে নামবেন আপনাকে রিস্কের ব্যাপারটা মাথায় রেখেই নামতে হবে, আপনার লস হবে সেটা আপনাকে মাইন্ডে নিয়েই নামতে হবে, এখানে কোনো ফাঁকফোকরে যাওয়া যাবে না যে আমি ২০ টাকা দিয়ে ৩০ টাকা দিয়ে ডলার কিনে যদি কিছু বিক্রি করতে পারি আমার অ্যাড এর খরচ উঠে গেল, এভাবে বিজনেস হয়না, আপনি বিজনেস করতে পারছেন না আর যারা ভালো করে বিজনেস করছে, ঠিকমতো বিজনেস করছে তাদেরও করতে দিচ্ছেন না । আমার মনে হয় যে এখনো সময় আছে এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার ফেসবুকের পলিসি, ফেসবুকের টেকনোলজি অনেক হাই অনেক এডভান্সড, তাই এখানে আপনি মানে কি বলবো তাই এখানে আপনি ওই চিন্তা করবেন না যে ফেসবুকে কোনভাবে যদি কিছু করা যায় তাহলে হয়ে গেলো। এগুলো করা যাবে না, “করা যাবে না” বলেও লাভ হবে কিনা জানিনা তবে আমার মনে হয় যে এখনো সময় আছে এই চিন্তা করবেন না, এফ কমার্স অথবা ফেসবুক বিজনেস কে যদি বাঁচিয়ে যদি রাখতে চান আপনাদেরকে সঠিক পথে সঠিকভাবে ফেসবুকে কাজ করতে হবে এটাই একমাত্র শর্ত এর কোন বিকল্প নেই। সোর্সঃ ফেসবুক see our videos on YouTube ধন্যবাদযে প্রশ্ন করে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারি?
ব্যক্তিত্ব:
বৈশিষ্ট্য ও পরিবেশগত উপাদান:
লিঙ্গভেদ:
ব্যক্তিত্ব জানার জন্য প্রশ্ন:
ব্যক্তিত্ব বিষয়টা খুব ঝামেলার। ব্যক্তিত্বের সর্বজনগ্রাহ্য কোন সঙা নেই। “ব্যক্তিত্ব বলতে আপনি কি বোঝেন” এই প্রশ্ন করা হলে আপনি কিছুটা হলেও বিভ্রান্ত হবেন, কারণ আপনি স্পষ্ট কোন ধারণা দিতে পারবেন না।
ব্যক্তিত্ব কি?
যদিও ব্যক্তিত্ব বিষয়টি সঙায়ন প্রায় অসম্ভব তবুও সহজ সরল ভাষায় বলা যায় “যে এক বা একাধিক গুন আপনাকে একজন ব্যক্তি হিসেবে অন্য একজন ব্যক্তি থেকে আলাদা করে সেটাই আপনার ব্যক্তিত্ব!”
তবুও একজন মানুষের ব্যক্তিত্ব সম্পকে জানতে পারবেন প্রশ্ন করে নয় বরং প্রশ্নের উত্তর শুনে।একজন ব্যক্তিত্ববান মানুষের সকল প্রশ্নের উত্তরই হবে মার্জিত। তাঁর পক্ষে অথবা বিপক্ষে কোন উত্তরই অসৌজন্যমূলক হবে না। যে প্রশ্নের উত্তর তিনি জানেন না সেক্ষেত্রেও আপনি তার কাছ থেকে উস্কানীমূলক আচরণ পাবেন না।
ব্যক্তিত্বের মূল উৎস হচ্ছে মানসিকতা। মনোবিজ্ঞানে যে উপাদন দিয়ে ব্যক্তিকে বোঝানো হয়েছে তার পিছনে সংশ্লিষ্টতা রয়েছে বুদ্ধি এবং আবেগের যার মাধ্যমে গড়ে ওঠে মানসিকতা। মানসিকতা আবার নিয়ন্ত্রিত হয় মন দ্বারা, যেখানে জ্ঞানের ভূমিকা আছে। জ্ঞান যেমন মনের প্রধান উপাদান, জ্ঞান এখানেও তেমনি ব্যক্তিত্বের মূল উপাদান হিসেবে ভূমিকা পালন করে। ব্যক্তিত্বের দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে অনুভূতি। যাদের অনুভূতি কম তারাই সাধারণতঃ ব্যক্তিত্বহীন হতে পারে। জ্ঞানীরা অনুভূতিসম্পন্ন বলেই তাদের মান সম্মানবোধ থাকে প্রখর। এবং মান সম্মান সম্পর্কে সচেতন বলেই ব্যক্তিত্বকে ছোট করতে পারে এমন কাজ থেকে তারা বিরত থাকেন। জ্ঞানী লোক ব্যক্তিত্বহীন হতে পারে না কিন্তু ব্যক্তিহীন লোক পশু হতে পারে।আসলে, ব্যক্তিত্ব কোন ব্যক্তির সংস্কৃতি। এটার মাধ্যমে তাঁর জীবনের সকল কিছুই প্রকাশ পায়। তার পোষাক থেকে রুচি পর্যন্ত সবকিছু। ওজন থেকে জ্ঞানের বহর।
আরও পড়ুনঃ- ফাইভার এর শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর
- আলবার্ট আইনস্টাইনের এর যত প্রেম ও পরকীয়া
- আলবার্ট আইনস্টাইনের জীবন, কিছু রহস্য, ট্র্যাজেডি ও সাফল্য
- আলবার্ট আইনস্টাইন এর জীবনে কিছু মজার ঘটনা
- টেলিপ্যাথি কী? টেলিপ্যাথি’র মাধ্যমে কীভাবে যোগাযোগ হয়ে থাকে?
ধন্যবাদ।
High IQ individuals lack social skills why do people say that ?
High IQ SOCIAL MEASUREMENTS 130:
<<< WHO HAVE DIFFICULTY SOCIALIZING Lacking in Social Skills Reasons—Processing and problem solving: Social Interaction aren’t all problem-solving. High IQs tend to treat social interactions as a problem that needs to be solved when it’s just an interaction.
I talk about habitualness, and people with higher IQs tend to love solving problems.
Habitually they’ll engage socially this way also, they habitually engage in socializing as a problem-solving event.
Small talk is what high IQs despise and struggle with when it’s just a narration of someone’s life to that point of exchanging thru talk and leave it as is and tell it as is.
Depression:
High IQs tend to be more depressed especially in the profoundly gifted. This could be rooted in many reasons, but none less exist within themselves.Depression isn’t socially healthy and tends to bring others social happiness levels down.
High IQs are also depressed as they were more aware of the haunting truths of reality. They’re more aware of an individuals existence may be completely meaningless and views other social worth and importance extremely low.
For myself to be in depression is just not being able to put the throttle down intellectually, and at times I have to let others win.
In PG you’ll find more people depressed and sometimes suicidal because of the extreme awareness of the negatives. Also, Higher IQ people tend to be very isolated.
Perfectionism:
Perfectionism in shape is related to one’s self-worth. Some people with high IQs tend to attach their achievements to their self-worth. 160IQ is an achievement attached to one’s self-worth.
This is an unhealthy level of perfectionism, but people with High IQs will use this as a measurement of their success. Things like reading at the age of 2, completing college at 13 years old, etc.. etc. This is unhealthy perfectionism.
My greatest achievement in life was a video game, being no.1. I actually just throw the no.1 in there, it’s not of great importance. Why was it my greatest achievement? I never loved something so much that I wanted to do the best to my abilities My other achievements.
I don’t consider it of great importance since my level of love towards those achievements were never that high. Not enough for me to tunnel vision and dismiss a lot of factors of my life. Yes, I was a loser, but one in love!
Dealing with perfectionism, people with high IQs try to be perfect. I’ll admit I have a high IQ and I’m extremely imperfect. My boss’s boss saw my junk! I was in a meeting yelling at my boss.
I wore pants with a huge rip on the crotch region. I wasn’t aware the pants were ripped, I was just aware they were comfortable. She points out my poor choice of clothing for the meeting and I looked down and realized she saw it all. I also went out to eat pizza before and was too lazy to put on underwear.
The kids saw my junk. Didn’t know my pants were ripped till the parents were concerned. This is of course just a story of my lack of awareness and not something you learn to do.
More Content: intelligent and average people how motivated differently? A highly intelligent person is different from an average person! The best foods for intelligence, concentration and memory.You can’t tell someone’s IQ by vocabulary:
Thou people might assume Profoundly Gifted people have a more expansive vocabulary or well-rounded lexicons. The truth is counter-intuitive to what most would believe. People with higher IQs tend to use layman’s terms.
A lot of people with very High IQs talk very normally, and people who have a larger vocabulary or use “big words” are probably not the smartest people in the room.
How do Computer Hackers hack other people’s information?
. In many cases, Computer Hackers hack into other people’s computers using their own software and skills. But behind it is their many years of pursuit, hardship. . In order to find out the flaws of a thing, you must know “well” about that thing. They are just like that. Hackers first study his target well. Their first task is to find out the weakness or flaw of the target. . Then let’s talk about their used devices and software. Hackers have the same technology as all the normal devices you have. In some cases, they may have some minor modern technology. (The details are not known, so do not write.) . Although it is possible to do hacking-related tasks with a simple computer or laptop, the thing that contributes the most, in this case, is the technical knowledge and patience of the Computer Hacker.
Not all things or networks can be hacked year after year or everything can be hacked in minutes. In some cases it is different.
. The last word that remains is software. Sometimes you will see that many people claim to be Computer Hackers by hacking a small WiFi or a couple of Facebook IDs with an Android phone or computer. The word hacker is not properly analyzed in this case. . One of the most popular operating systems for hacking is Linux. It is famous all over the world for its powerful security system and attractive interface.
Also, a feature of it is that it is open to all types of users. That means it doesn’t cost any money to buy or use. It can also be used very smoothly on low configuration devices. . It is through this operating system that hackers work to hack their targets. !!! Thank you for reading.
Read More